ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দিদারুল ইসলাম (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতি পৌরসভার হাসান হোসেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিদার ওই এলাকার আলম শাহ মাষ্টার বাড়ীর আজহার আলীর ছেলে। সে স্থানীয় নুরীয়া হাজিরহাট মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখায় শিক্ষকতার পাশাপাশি নুরীয়া হাজিরহাট ডাকঘরের পোস্টমাস্টার পদে চাকরি করতেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দিদারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন

শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিদার প্রতিবেশী ওই শিশুটির বাড়িতে যান। শিশুটিকে একা পেয়ে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দিদার পালিয়ে যান। এ ঘটনায় সোমবার বিকালে শিশুটির মা বাদী হয়ে দিদারকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দিদারকে গ্রেপ্তার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার একমাত্র অভিযুক্ত দিদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত