ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ২৭ বছর পর প্লেব্যাকে আমির খান

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

বিনোদন ডেস্কঃ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোলাম’ছবিতে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছিলেন তিনি। এ সিনেমার ‘আতি কেয়া খান্ডালা’ গানে কণ্ঠ দিয়ে মুগ্ধ করেছিলন ঠিকই কিন্তু পরে আর কোনো গান উপহার দেননি আমির। এবার দীর্ঘ ২৭ বছর পর আবারও প্লেব্যাক করছেন তিনি।

সম্প্রতি এক আলাপচারিতায় গানের প্রসঙ্গে আসতেই আমির বলেন,” আতি কেয়া খান্ডালা’ গানটি গেয়েছিলাম মজা করে। ভাগ্য ভালো ছিল, তাই জনপ্রিয় হয়েছিল। কিন্তু এবার আমি সত্যিই গানের প্রশিক্ষণ নিচ্ছি। বহু বছর ধরেই রেওয়াজ করছি।”

ছবির নাম প্রকাশ না করলেও অভিনেতা জানিয়েছে আসন্ন সিনেমাটি কমেডি ঘরনার ছবি। এ ছবিতে ক্যামিও চরিত্রের দেখা যাবে অভিনেতাকে। সিনেমার গল্পে নিয়ে বিস্তারিত কিছু না বললেও আভাস দিয়েছেন। 

আমিরের কথায়, ‘আসন্ন সিনেমাটি বাসু চট্টোপাধ্যায় বা হৃষিকেশ মুখার্জির ছবির মতো। আজকাল আমরা ওই ধরনের গল্প ভুলে গেছি। সাদাসিধে, হৃদয় ছোঁয়া কমেডি। যেখানে কেউ মরে যাচ্ছে না, হুড়োহুড়ি করে জীবন বাঁচাতে হচ্ছে না। একটা দারুণ উষ্ণ অনুভূতি জাগে ছবিটা দেখে। ঠিক যেমন এককাপ গরম চায়ের মতো। এক লহমায় মন ভালো করে দেয়।’

আরও পড়ুন

নিজের গাওয়া গান নিয়েও কথা বলেন আমির। তিনি বলেন,’আমি এই ছবিতে দুইটি গানে কণ্ঠ দিচ্ছি। আমার সঙ্গীতগুরু সুচেতা ভট্টাচার্য আমাকে নিয়মিত গানের প্রশিক্ষণ দিচ্ছেন।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত 

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত খরচে কিনতে হচ্ছে পানি

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ৫ লক্ষাধিক গ্রাহকের দুর্ভোগ