ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মিডলাইফ গ্লো আপ নারীদের জেগে ওঠার সময়

মিডলাইফ গ্লো আপ নারীদের জেগে ওঠার সময়

নিজের আলোয় ডেস্ক ঃ পঞ্চাশের পর নিজেদের গুটিয়ে নেওয়া বেশির ভাগ নারীর সাধারণ প্রবণতা। খুব কম সংখ্যার নারী নিজেদের বিকশিত রাখতে পছন্দ করেন। তবে বয়সের কারণে গুটিয়ে না গিয়ে নিজেদের বিকশিত করার এই প্রবণতা এখন কিছুটা বেড়েছে বলা চলে। বিষয়টিকে বলা হচ্ছে ‘মিডলাইফ গ্লো আপ’। বাংলায় একে বলা যায় ‘মাঝবয়সের নয়া দীপ্তি’।

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা, নতুন উদ্দেশ্য ও নিজের প্রতি যত্ন নেওয়ার মিলিত রূপকেই বলা হচ্ছে গ্লো আপ। ব্রিটেনের নারীদের মধ্যে মাঝবয়সের এই নতুন ঝলক বাড়ছে। বলা যায়, মাঝবয়সে জীবনবোধ নতুন করে বাড়ছে তাদের। ব্রিটেনের ৫০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে ৭ জন এখন মিডলাইফ গ্লো আপ বা জীবনের মাঝবয়সে এসে এক ধরনের নতুন জাগরণ অনুভব করছেন। তাদের মধ্যে অনেকে ব্যবসা শুরু করেছেন, ভ্রমণ করছেন এবং উল্লেখযোগ্যভাবে নজরে পড়ছে, এ বয়সের নারীদের মধ্যে উপন্যাস লেখার প্রবণতা বাড়ছে!

মধ্যবয়স কোনো কিছুর শেষের শুরু নয়, বরং এটি একটি অসাধারণ নতুন অধ্যায়ের সূচনা। তবু মেনোপজ ও বার্ধক্যের পথ পেরিয়ে যাওয়ার সময় সমাজ নারীদের মনে করিয়ে দেয়, তাদের সেরা দিনগুলো পেছনে পড়ে গেছে। অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন। এটাই সময় নিজেকে নতুনভাবে দেখার, নিজের শরীরের যত্ন নেওয়ার পদ্ধতি বদলানোর এবং পৃথিবীর সামনে নিজেকে নতুন করে উপস্থাপন করার।

ফোর্ড মানি নামের একটি ওয়েবসাইটের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ৫০ ও ৬০ বছর বয়সী নারীরা জীবনের এই পর্যায়কে পরিবর্তনের, নিজেকে নতুন করে গড়ে তোলার এবং আরও পরিপূর্ণভাবে বেঁচে থাকার সুযোগ হিসেবে দেখছেন। ব্রিটেনের একদল গবেষক ৫০ বছরের বেশি বয়সী নারীদের জিজ্ঞেস করেছিলেন, তারা জীবনে কী কী অর্জন করতে এবং অভিজ্ঞতা নিতে চায়। তাদের জরিপে উঠে এসেছে, বয়সী নারীরা ভ্রমণকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

আর ভ্রমণের এই তালিকার শীর্ষে রয়েছে উত্তরীয় আলো বা নর্দান লাইটস দেখা। গবেষণায় অংশ নেওয়া ৫৪ শতাংশ নারী তাদের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। ৪৮ শতাংশ নারী ভ্রমণ করতে চান ওরিয়েন্ট এক্সপ্রেসে। আর ৩১ শতাংশের ইচ্ছা নায়াগ্রা ফলস দেখার। এই ভ্রমণপ্রিয়তা থেকে হয়তো ৩০ শতাংশ নারী নতুন ভাষা শিখতে চান এবং ১৮ শতাংশ নারী অন্য দেশে বাস করতে চান।

তবে কিছু নারী দেশে থেকেই সুখ খুঁজতে চান। তাঁদের সংখ্যাও খুব কম নয়, ১৯ শতাংশ। এই নারীদের স্বপ্ন বাড়ির সামনে একটি নিখুঁত বাগান তৈরি করা। উপন্যাস লিখতে চাওয়া নারীদের সংখ্যা ১৮ শতাংশ। ১০ শতাংশ নারী নিজেদের ব্যবসা শুরু করতে চান। এমনকি ১৬ শতাংশ নারী স্বেচ্ছাসেবায় অংশ নিতেও আগ্রহী। নারীদের ২৭ শতাংশ স্পষ্টভাবে জানিয়েছেন, তারা শুধু আর্থিকভাবে স্বনির্ভর হতে চান। এই গবেষণায় পঞ্চাশের বেশি বছর বয়সী দুই হাজার ব্রিটিশ নারী অংশ নিয়েছিলেন। তাদের প্রায় তিন-চতুর্থাংশ মনে করেন, এই সময় মিড-লাইফ ক্রাইসিস নয়, বরং এটি গ্লো আপ বা উন্নতির সময়।

আরও পড়ুন

দুই-তৃতীয়াংশ বা ৬১ শতাংশ নারী বলেছেন, পঞ্চাশে পা দেওয়ার পর তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তারা জীবনকে অন্যভাবে গুছিয়ে নিয়ে নতুন করে ভাবছেন। আবার তিন-চতুর্থাংশ বা ৭৪ শতাংশ নারী এখন আগের চেয়ে অনেক বেশি সন্তুষ্ট। নিজেকে নিয়ে ভাবা শুরু করা এই আত্মবিশ্বাসের কারণ বলে জানিয়েছেন তারা। এই নারীদের মধ্যে অনেকে জানিয়েছেন, অন্যরা কী ভাবছে, তা নিয়ে তারা এখন কম চিন্তা করছেন। তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ নারী নিজেকে বেশি সময় দেন।

এই গবেষণায় অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ নারী মনে করেন, আগের প্রজন্মের তুলনায় এখনকার ৫০ বছরের বেশি বয়সী নারীরা অনেক বেশি সক্রিয় ও দুঃসাহসী। এমনকি ১১ শতাংশ নারী তাদের শরীরে ট্যাটু করাতে চান। গবেষণা অনুযায়ী, প্রায় অর্ধেক বা ৪৮ শতাংশ নারী এখন নিয়মিতভাবে অর্থ সঞ্চয় করছেন।

ওই গবেষণার ফলাফলগুলো স্পষ্ট করে, ৫০ বা ৬০ বছর বয়স মানেই এখন আর ‘অবসরের সময়’ নয়। আজকের প্রজন্মের নারীরা এই সময়টাকে গভীর আকাঙ্খা নিয়ে গ্রহণ করছেন, যাদের লক্ষ্য ভ্রমণ, সম্পত্তি কেনা ও আর্থিক স্বাধীনতা অর্জন করা। সঞ্চিত অর্থ অনেকের জন্য এই আকাঙ্খাগুলো বাস্তবায়নের চাবিকাঠি।  এটা শুধু একটা নিরাপত্তাবলয় নয়, এটা এমন এক শক্তি, যা আমাদের নিজেদের মতো করে জীবনযাপন করার স্বাধীনতা দেয়। মধ্যবয়সের গ্লো-আপ মানে তারুণ্য ধরার চেষ্টা নয়, বরং এটি হলো নিজের ভেতর থেকে আত্মবিশ্বাস, প্রাণশক্তি ও আত্মমর্যাদার দীপ্তি ছড়িয়ে দেওয়া।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত 

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত খরচে কিনতে হচ্ছে পানি

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ৫ লক্ষাধিক গ্রাহকের দুর্ভোগ