একের পর এক নাটকে জুটিবদ্ধ মিম ও তন্ময়
_original_1757604125.jpg)
অভি মঈনুদ্দীন ঃ মিম চৌধুরী, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। বিশেষত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে বেশকিছু নাটকে অভিনয় করে তিনি একজন অভিনেত্রী হিসেবে নিজের অভিনয়ের প্রতিভাকে যথাযথভাবে প্রমাণ করতে পেরেছেন। যে কারণে তার কাজের ব্যস্ততাও আগের চেয়ে বেড়েছে অনেকটাই। যদিও বা তিনি সবসময়ই বেছে বেছে কাজ করেন, এখনো ঠিক তাই করছেন। সেই ধারাবাহিকতায় মিম চৌধুরীকে এখন এই সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে।
এরইমধ্যে মিম ও তন্ময় ‘গরীবের সংসার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি ইউটিউবে প্রকাশের পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যে কারণে তারা জুটিবদ্ধ হয়ে এরইমধ্যে ‘ প্রেম পুকুর’ (পরিচালক মোহাম্মদ আলী মুন্না), ‘জামাই শ্বশুর প্রবাসী’ (পরিচালক মামুনুর রশীদ) ও ‘অশিক্ষিত বউ’ (পরিচালক ফজলুল সেলিম) নাটকের কাজ শেষ করেছেন। এই তিনটি নাটকই শিগগিরই ইউটিউবে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন মিম তন্ময়।
মিম চৌধুরী বলেন,‘ তন্ময় সোহেলের সঙ্গে আমি প্রথম নাটকের পর এরইমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করা হয়েছে। যেহেতু ফজলুল সেলিম পরিচালত প্রথম নাটক গরীবের সংসার-এর জন্য বেশ সাড়া পেয়েছিলাম আমরা। সেজন্যই মূলত এরপর আরো তিনটি নাটকে কাজ করা হয়েছে। অভিনেতা হিসেবে তন্ময় খুউব ভালো। কাজটা এবং অভিনয় কীভাবে ভালো করা যায় সেদিকে ভীষণ মনোযোগ দেয়। কোনা দৃশ্য সুন্দর করার জন্য যতোটা ডেডিকেটেড হওয়া প্রয়োজন ঠিক ততোটাই ডেডিকেটেড হন তিনি। সবচেয়ে বড় কথা তিনি অভিনয়টা প্রতিটি দৃশ্যেই ভালো করার দুর্দান্ত চেষ্টা করেন।’
আরও পড়ুনতন্ময় সোহেল বলেন,‘ মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভূতপূর্ভ সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ হচ্ছে। মিম আমার চেয়েও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছেন। যে কারণে অভিনয়ে অনেকটাই সিদ্ধহস্ত বলা চলে। খুউব ভালো অভিনয় করেন মিমি। এরইমধ্যে আমাদের মাঝে কাজের বোঝাপড়াটাও চমৎকার হয়েছে। আশা করছি আমাদের নতুন নাটকগুলো দর্শকের ভালোলাগবে।’ এদিকে এরইমধ্যে তন্ময় মহিন খানের ‘বদ নজর’ নাটকের কাজ শেষ করেছেন।
আজ থেকে তিনি মেহেদী রনির একটি খণ্ড নাটকের কাজ শুরু করেছেন। মিম চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাচে ও উপস্থাপনায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ‘গ্লোবাল’ টিভির মিউজিক্যাল শো’র নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।
মন্তব্য করুন