ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

নিহত রাহুল ধল্লা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাহুল আহমেদ খান (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।

নিহত রাহুল ধল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে পাশের কামুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে রাহুলের। সেই ঘটনার জের ধরেই সোমবার রাতে দেশীয় অস্ত্রসহ ২০-২৫ জন যুবক সংঘবদ্ধভাবে রাহুলের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা রাহুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

রাহুলের বাবা নজরুল ইসলাম খান জানান, আমি দোকানে ছিলাম। খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় আমার ছেলের মরদেহ পড়ে আছে। শরীরজুড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন।

 
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, এটি পূর্ববিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত