ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভায় পেনশন নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। খবর বিবিসির।

দোনেৎস্কের আঞ্চলিক প্রধান ভাদিম ফিলাশকিন বলেছেন, বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।পাশের শহর লিমানের স্থানীয় প্রশাসক ওলেক্সান্দ্র ঝুরাভলিওভ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে পেনশন বিতরণের সময় বর্বরোচিত এ হামলা হয়। নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকা থেকে ইতোমধ্যেই ২২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএস জানিয়েছে যে দোনেৎস্কে বসতিগুলোতে রাশিয়ার গোলাবর্ষণে আরো তিনজন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, ‘বিশ্বের চুপ থাকা উচিত নয়।’ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ইয়ারোভা রাশিয়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার অন্যতম বড় হামলার ঘটনা।

আগস্টের শেষের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বিমান হামলায় ২৩ জন নিহত হন।এছাড়া, সপ্তাহান্তে রাশিয়া কিয়েভে রেকর্ড ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত