ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নারীকে গলা কেটে হত্যার পর গোসল করে পালাল চোর!

ছবি : সংগৃহীত,নারীকে গলা কেটে হত্যার পর গোসল করে পালাল চোর!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দ্রাবাদে এক নারীকে বেঁধে প্রেসার কুকার দিয়ে আঘাত এবং তারপর ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি ওই বাড়িতে লুটপাট, হত্যাকাণ্ডের পর সেখানে গোসলও করে এবং তাদের রক্তমাখা পোশাক ফেলে পালিয়ে যায়। ঘটনাটি একটি ‘নিরাপদ’ আবাসিক এলাকার মধ্যে ঘটায় দেখা দিয়েছে উদ্বেগ।

আরও পড়ুন

 
প্রতিবেদন অনুসারে, ভুক্তভোগী ৫০ বছর বয়সি রেণু আগরওয়াল তার স্বামী এবং ছেলের সাথে আইটি হাব সাইবারাবাদের সোয়ান লেক অ্যাপার্টমেন্টের ১৩ তলায় থাকতেন।
 
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেণুর স্বামী তার ২৬ বছর বয়সি ছেলেকে নিয়ে কাজের উদ্দেশে বেরিয়ে যান - তাদের স্টিলের ব্যবসা রয়েছে। বিকেল ৫টার দিকে রেণুকে তার স্বামী ফোন করলেও তিনি ধরেননি। ‘অস্বাভাবিক’ এই আচরণে অবাক হয়ে আগরওয়াল তার স্ত্রীর খোঁজ নিতে আগেই বাড়ি ফিরে আসেন।
 
কিন্তু দরজা তালাবদ্ধ থাকায়, তারা প্লাম্বারের সাহায্যে বারান্দা থেকে দরজাটি খুলে দেখতে পান যে রেণু মৃত অবস্থায় পড়ে আছেন। তারা পুলিশকে খবর দেন এবং তারপর তদন্ত শুরু হয়। 
 
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রেণু আগরওয়ালের হাত-পা বেঁধে প্রেসার কুকার দিয়ে আঘাত করে। ছুরি ও কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়। তারা বাড়ি লুট করে প্রায় ৪০ গ্রাম সোনা এবং নগদ ১ লাখ রুপি নিয়ে যায়।
 
পালানোর আগে তারা ঘরে গোসল করে, পোশাক পরিবর্তন করে এবং রক্তমাখা পোশাক অপরাধস্থলে ফেলে পালিয়ে যায়।
 
রেণু আগরওয়ালের মৃতদেহ হেফাজতে নেয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কুকাটপল্লি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে, পুলিশ সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে।
 
সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত