ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রটির জরাজীর্ণ ভবন ও জনবলের অভাবে বেহাল হয়ে পড়ছে। জনবল সংকট ও নিয়মিত তদারকির অভাবে ঝোঁপঝাড়ে পরিণত হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের আশপাশ। সপ্তাহে দুই দিন উপজেলার মোকামতলা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে ফার্মাসিস্ট এসে চিকিৎসা সেবা দেন। শতাধিক রোগীর সেবা দিতে হিমসিম খেতে হয় তাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের চারপাশ জঙ্গলে পরিপূর্ণ। উপ-স্বাস্থ্য কেন্দ্রের  কয়েকটি ভবন বেদখল। সেসব ভবনে বসবাস করছে চারটি মুসলিম পরিবার ও দু’টি হরিজন সম্প্রদায়ের পরিবার। ওই স্বাস্থ্য কেন্দ্রের ৭০ শতাংশ জমি বেদখল। উপস্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব রয়েছে।

চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন রোগীর কাছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের সার্বিক সেবার বিষয়ে জানতে চাইলে তারা জানান, এখানে চিকিৎসা সেবা নিতে আসছি। মাঝে-মধ্যে সামান্য ওষুধ দিলেও প্রায় সময়ই বাইরে থেকে ওষুধ কিনতে হয়। স্থানীয়রা জানান, এলাকার গরির মানুষ এখানে কম খরচের আশায় চিকিৎসা নিতে আসেন। জনবল না থাকায় বেহাল হয়ে পড়ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি। কেন্দ্রের জনবল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টিও কামনা করেন তারা।

স্থানীয় রাসেল মাহমুদ সবুজ বলেন, ময়দানহাট্টা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত আবেদন করেছি। আমরা আশা করি কর্তৃপক্ষ অচিরেই জনবল নিয়োগ দিয়ে ময়দানহাট্টা ইউনিয়নের অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করবেন।

আরও পড়ুন

ময়দানহাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল জানান, উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা না পাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হতদরিদ্র মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের প্রত্যাশা অবিলম্বে ময়দানহাট্টা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, আমাদের জনবল কম হওয়ার কারণে ময়দানহাট্টা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আর জায়গাটি উদ্ধারের ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে বলা হয়েছে। আমরা আশা করছি খুব শিগগরই বেদখল হওয়া জায়গা উদ্ধার করে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করতে পারব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, ময়দানহাট্টা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা যাতে চালু থাকে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার ধুনটে পেঁপে চাষে লাখপতি আকুল

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত