ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষক খুন

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষক খুন

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক পুলিশ। 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ। 

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের হামেদ সর্দারের ছেলে আশরাফুল সর্দার (৫০)। তিনি মন্ডল গ্রুপের লোক।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সর্দার গ্রুপ ও মন্ডল গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। 

আরও পড়ুন

নিহতের পরিবারের সদস্যরা বলেন, সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আশরাফুলকে কুপিয়ে হত্যা করেছে। পূর্ব পরিকল্পিতভাবেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত