ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

পাবনার চাটমোহরে ট্রান্সফরমার চুরির প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকদের পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও

পাবনার চাটমোহরে ট্রান্সফরমার চুরির প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকদের পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় ট্র্রান্সফরমার চুরির পর পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ কৃষকরা।  গতকাল সোমবার রাত ৯টায় কার্যালয় ঘেরাও করা হয়। পরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে এবং দ্রুত ট্রান্সফরমার লাগিয়ে দেওয়ার আশ্বাসে বিক্ষুব্ধ কৃষকেরা শান্ত হন।

জানা যায়, উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল মল্লিকপাট এলাকায় কুড়িল বিলে গতকাল সোমবার রাত ৮টায় হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় আড়াই মিনিট পর আবার বিদ্যুৎ আসে। এরমধ্যে কৃষকরা চোরের উপস্থিতি টের পেলে ধাওয়া দেন। এলাকার শতাধিক কৃষক ঘটনাস্থলে গিয়ে দেখেন, বৈদ্যুতিক পোল থেকে তিনটি ট্রান্সফরমার নামানো।

এরমধ্যে একটি ট্রান্সফরমার থেকে পুরো তামার তার খুলে নিয়ে যায় চোরচক্র। এতে কৃষি জমিতে পানি পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষকেরা। পরে তারা একজোট হয়ে রাত ৯টার দিকে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান অফিসের সামনে এসে এই চুরির সাথে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন জড়িত থাকার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সময়ের মধ্যে ট্রান্সফরমার লাগানোর দাবি জানান।

আরও পড়ুন

পরে ঘটনাস্থলে চাটমোহর থানার ওসি মনজুরুল আলমসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে উত্তেজিত কৃষকদের শান্ত করেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ট্রান্সফরমার লাগিয়ে দেবে বলে আশ্বাস দেন। এরপর কৃষকেরা শান্ত হন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল খালেক বলেন, ‘আমরা কীভাবে জড়িত হব? আমরা চোর খুঁজছি। মানুষের সন্দেহ থাকতেই পারে। তবে গ্রাহকদের যেন কোনো ক্ষতি না হয়, সেই বিবেচনায় নীতিমালার মধ্যে ট্রান্সফরমার লাগানো হয়েছে।’ এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, রাতে বিক্ষুব্ধ কৃষকদের আশ্বস্ত করলে তারা চলে যান। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত