ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জে আমনের মাঠে সবুজের সমারোহ

দিনাজপুরের নবাবগঞ্জে আমনের মাঠে সবুজের সমারোহ। ছবি : দৈনিক করতোয়া

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শস্য ভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আমন ফসলের মাঠ সবুজের সমারোহে পরিণত হয়েছে। যেদিক চোখ যায় সেদিকে সবুজ আর সবুজ। চলতি আমন মোৗসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ হয়েছে।

জানা যায়, চাষের লক্ষ্যমাত্র ২১ হাজার ৭২৫ হেক্টর জমি নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সেখানে অর্জিত হয়েছে ২১ হাজার ৭২৯ হেক্টর জমি। এরমধ্যে ১ হাজার ৯১২ হেক্টর জমিতে হাইব্রীড জাত এবং ১৯ হাজার ৮১৭ হেক্টর জমিতে উফশী জাত চাষ হয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে সেচের মাধ্যমে রোপণ কাজ চললেও শেষের দিকে কাঙ্খিত বৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবে চাষাবাদ করেছেন চাষিরা।

আরও পড়ুন

কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উফশী হেক্টর প্রতি ৩.৪ মেট্রিক টন চাল আর হাইব্রীড হেক্টর প্রতি ৪.১ মেট্রিক টন চাল। উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে আমন ফসল ৪ হেক্টর বেশি জমি চাষাবাদ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত