ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মূলহোতা গ্রেপ্তার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মূলহোতা গ্রেপ্তার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে প্রথম হামলার মূলহোতা সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার নওশের আলী শেখের ছেলে। তিনি গ্রেপ্তার এড়াতে শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া করে আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যপক সহিংসতার ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, ইউএনও, এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি স্থাপনায় কয়েক দফায় হামলা চালায়। ওইদিন এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছানোর আগ মুহূর্তে মঞ্চে হামলা ও চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেন সরকারি বঙ্গবন্ধু কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলাম। পরে পুলিশ বাদী হয়ে করা মামলায় তাকে আসামি করা হয়। ঘটনার পর থেকে নিজ বাড়ি ছেড়ে শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন দ্বীন ইসলাম। আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে আটক করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তারা।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা বেশ কয়েকটি মামলার এজাহার নামীয় আসামী দ্বীন ইসলাম। তাকে প্রথমে আমরা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত