ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

দেড় কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

দেড় কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় এনজিও ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী। নিহতের নাম নান্না ফরাজী (৫৫)। 

তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারে সুপারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গেছে, আজ বুধবার (২৭ আগস্ট) সকালে নান্না ফরাজী কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্না ফরাজীর বড় ভাই তোফায়েল ফরাজী জানান, তার ভাই ব্যবসায়িক কারণে বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। ঋণের চাপে হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

মৃত্যুর আগে নান্না ফরাজী একটি চিরকুট লিখে যান, যাতে তিনি বলেন, আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোন লোক দায়ী না। আমি মেলা টাকা দেনা, তাই দেয়ার মতন কোন পথ নাই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই। কোন ভাই বন্ধু মাফ করতে পারলে মাফ করবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল হালিম জানান, এটি একটি আত্মহত্যার ঘটনা। অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত