ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

আখাউড়া ম্যারাথনে অংশ নিলেন দেশের ৩০০ দৌড়বিদ

আখাউড়া ম্যারাথনে অংশ নিলেন দেশের ৩০০ দৌড়বিদ

মাদকমুক্ত আখাউড়া গড়ি এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে আখাউড়া ম্যারাথন। 

আজ শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ৮টা পর্যন্ত দুই ক্যাটাগরির এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৩০০ দৌড়বিদ অংশ নেন। আখাউড়া রানিং কমিউনিটির আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে দৌড় শুরু হয়ে আখাউড়া উপজেলা পরিষদ, কলেজপাড়া, নারায়ণপুর, খালাজোড়া, আনোয়ারপুর, কল্যাণপুর ও চানপুর হয়ে পুনরায় কলেজ মাঠেই সমাপ্ত হয় প্রতিযোগিতা। ফুল ম্যারাথন ছিল ১০ কিলোমিটার এবং হাফ ম্যারাথন ৫ কিলোমিটার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক দিলারা আক্তার খান। অংশগ্রহণকারীদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক ও চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম মাঠে ছিল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। এছাড়াও দুই ক্যাটাগরিতে আরও ৬ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন

অংশগ্রহণকারী দৌড়বিদ দুলাল ঘোষ জয় বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই। যুব সমাজকে মাদকসহ সকল অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন প্রয়োজন।

আরেক দৌড়বিদ মইনুল জানান, আখাউড়া ম্যারাথনে পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। নিয়মিত হলে আরও ভালো লাগবে।

আখাউড়া রানিং কমিউনিটির প্রধান উপদেষ্টা কাউসার হোসেন ভূঁইয়া বলেন, দৌড়বিদদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত