ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে বঙ্গবন্ধুর ছবি সরালেন সেই প্রধান শিক্ষিকা

শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে বঙ্গবন্ধুর ছবি সরালেন সেই প্রধান শিক্ষিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীনের অনুরোধে ছবিটি সরিয়ে নিয়েছেন প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন।

আজ সোমবার (৪ আগস্ট) নেছারাবাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন বলেন, ছবি টানিয়ে রাখা নিয়ে আলোচনা সৃষ্টির পর বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে ছবিটি আমি নিজের হাতে নামিয়ে নিয়েছি এবং ছবিটি স্কুলেরই একটি আলমারিতে রেখেছি।

আরও পড়ুন

নেছারাবাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের পরেও এখনো ছবি টানিয়ে রাখার বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। আমি ঘটনাটি জানার পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ফোন দেই। যেহেতু বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় তাই ছবিটি সরিয়ে নেওয়ার জন্য তাকে অনুরোধ করি। পরে তিনি ছবিটি নামিয়ে ফেলেছেন।

উল্লেখ্য, গতকাল রোববার (৩ আগস্ট) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি নেতারা এটিকে দলীয় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে বলে দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত