ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ আটক ৩

নাটোরের বাগাতিপাড়ায় পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ আটক ৩

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলী পাবনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনি হোসেন (৩৬) ও তার স্ত্রী চম্পা খাতুনকে (২৫) নিজ বসতবাড়ি থেকে হেরোইন বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই দিন দুপুরে দ্বিতীয় দফা অভিযানে মালঞ্চি বাজার এলাকায় শহিদুল ইসলাম তুফানকে তার লন্ড্রির দোকান থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি বাগাতিপাড়া পৌরসভার সোনাপাতিল মহল্লার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একযোগে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ