ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ

বগুড়ার শেরপুরে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পৌর শহরের ধুনট রোড মোড়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তার মুখে দীর্ঘদিন মাটি ও বালু ফেলে বন্ধ করে রাখার পর এখন সেখানে ঘর নির্মাণ করে স্থায়ী দখলের পায়তারা চলছে। অভিনব কায়দায় রাস্তা দখল করে ঘর নির্মাণের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে।

জানা যায়, শেরপুর ধুনট মোড়ের উত্তরপাশ থেকে প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ পর্যন্ত বাইপাস রাস্তাটি ব্যক্তিগত মারামারিকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারি মাসে বন্ধ করে দেওয়ায় জনসাধারণ, রাস্তার পাশে অবস্থিত দোকান, ব্যাংকের এটিএম বুথ, ব্যবসায়ী ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সেই সময় এ বিষয়ে শেরপুর পৌর প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিলে তিনি রাস্তা ফাঁকা করতে উল্লেখ যোগ্য কোন পদক্ষেপ না নিলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাস্তাটি দখলমুক্ত করার কয়েকদিন পর আবারো তা বন্ধ করে দেয়া হয়।

এভাবে গত চার মাস কখনো রাস্তার মুখে বালু ফেলে, কখনো বা ইটের স্তুপ রেখে আবার কখনো ট্রাক রেখে রাস্তাটি বন্ধ করা হয়েছিল। এভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তাটি বন্ধ রাখার পর হঠাৎ করেই গতকাল মঙ্গলবার সকাল থেকেই সেখানে টিনের ছাউনি দিয়ে ঘর তোলার কাজ শুরু হয়।

আরও পড়ুন

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একজন মিস্ত্রি কাজ করছেন। তাকে জিজ্ঞাসা করলে তিনি ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিকে দেখিয়ে বলেন তিনি ঘর উঠানোর জন্য তাকে এনেছেন। এ সময় দাড়িয়ে থাকা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি নিজের নাম বলেন সুজা খান। এছাড়া তিনি বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেইন মাষ্টার দাবি করে বলেন এখানে যাত্রী ছাউনি করা হচ্ছে।

রাস্তা দখল করে যাত্রী ছাউনির বিষয়ে জ্ঞিজ্ঞাসা করলে তিনি প্রথমে বলেন, পৌরসভার ইঞ্জিনিয়ার ও সচিবের অনুমোদনে ঘর তোলা হচ্ছে। কিন্ত এর কিছুক্ষণ পরেই আবার বলেন বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির হুকুমে ঘর তোলা হচ্ছে। এ ব্যাপারে বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, এ ব্যাপারে আমরা কিছুই জানিনা। কেউ যদি আমাদের নাম ব্যবহার করে সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নেবেন।

শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ঘর তুলতে নিষেধ করি কিন্ত তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। উপজেলা নির্বাহী অফিসার ও শেরপুর পৌর প্রশাসক আশিক খান বলেন, জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই। যারা রাস্তা বন্ধ করে ঘর তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত