ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের কাহারোলে টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পের ২ কোটি ৪৫ লাখ টাকা ও ৮৯ মে. টন গম বরাদ্দ

দিনাজপুরের কাহারোলে টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পের ২ কোটি ৪৫ লাখ টাকা ও ৮৯ মে. টন গম বরাদ্দ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের জন্য বরাদ্দ দিয়েছেন সরকার। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন ও রক্ষাণাবেক্ষণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার বা মেরামত কাজের জন্য অত্র উপজেলায় চলতি অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লাখ টাকা, কাবিটা প্রকল্পের আওতায় ১ কোটি ২৫ লাখ টাকা এবং কাবিখা প্রকল্পের আওতায় ৮৯ মে.টন গম বরাদ্দ দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোতালেব সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য অত্র উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা খাতের বরাদ্দ প্রদান করেছেন। বরাদ্দ পাওয়ার পর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে থেকে প্রকল্পের তালিকা চাওয়া হলে তারা ইতোমধ্যে প্রকল্পের তালিকা জমা দিয়েছেন।

আরও পড়ুন

কিন্তু চেয়ারম্যানদের দেওয়া প্রকল্পের তালিকা অনুযায়ী সরেজমিনে প্রতিটি প্রকল্পের অধিকতর যাচাই-বাচাই কাজ চলছে। যাচাই-বাচাই শেষে প্রকল্পগুলো অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে এবং জেলা প্রশাসকের অনুমোদনের পর প্রকল্পের কাজ আরম্ভ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত 

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত খরচে কিনতে হচ্ছে পানি

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ৫ লক্ষাধিক গ্রাহকের দুর্ভোগ