ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে তুলার কারখানায় ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি

রংপুরে তুলার কারখানায় ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি, ছবি: সংগৃহীত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুর নগরীর বুড়িহাট বাজারে হবিবার রহমান হবির (৭৫) তুলার কারখানাসহ ৪টি ওষুধের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুলার কারখানার পাশে একটি চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে নিচ থেকে নির্মাণ সামগ্রী ছাদে তোলার সময় পাশে থাকা বিদ্যুতের তারের সাথে বেঁধে গেলে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পাশে থাকা তুলার কারখানাতে আগুন লেগে যায়।

বুড়িরহাট বাজারের হোমিও চিকিৎসক আবদুল হাকিম বলেন, আমরা দেখছি একটি বালুর ট্রাক থেকে ক্রেনের সাহায্যে ছাদের ওপর বালু তোলা হচ্ছিল। এমন সময় ক্রেনটি পাশে থাকা বিদ্যুতের তারের সাথে আটকে যায়। তাৎক্ষনিক সেখানে আগুন লেগে যায়। সাথে সাথে পাশের তুলার কারখানাটি থেকে বিকট শব্দ হয়ে ধোয়া ওঠা শুরু হয় এবং সেখান থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আমরা উপায় না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেই। এরপর ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

কারখানা মালিকের ছেলে মাসুদ বলেন, কারখানাটিতে প্রায় সব মিলে ৪০ লাখ টাকার মালামাল ছিল। সব কিছু পুড়ে গেছে ভাই। আমরা এসে দেখি ফায়ার সার্ভিস এর লোকজন আগুন নিভাচ্ছে। এখন শুধু ছাই ছাড়া আর কিছুই দেখছি না। গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম বলেন, আগুন কিভাবে লাগলো এবং কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। 

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। যেন অগ্নিকাণ্ড এলাকা থেকে কোন কিছু কেউ নিয়ে যেতে না পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ