কালীগঞ্জে পিকআপ খাদে পড়ে ৩ জন নিহত

নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘‘ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুর দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।’’
আরও পড়ুন
মন্তব্য করুন