ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৪

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৪

পিরোজপুরে ওভারটেক করার সময় বাস ও অটোরিকশার সংঘর্ষে আঁখি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার শিশুসহ ৪ জন আহত হয়েছেন। 

আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে ওই নারীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেয়া হচ্ছে। 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী।

আরও পড়ুন

আহতরা হলেন- ইমরান হাওলাদার (২৪) জহুরা বেগম(৬৫), রেশমা বেগম (৩০), ফোরকান হাওলাদার (৬০) উভয় কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের বাসিন্দা। তারা বাগেরহাটের বাধাল বাজার এলাকায় মৃত স্বজনের বাড়িতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানিপুর নিমতলা নামকস্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে ইমাদ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। 

পিরোজপুর সদর থানার ওসি মো. সোবহান হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। বরিশালে নেয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত