ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সান্তাহারে পাঁচ শিশু শিক্ষার্থীকে নিয়ে ধসে পড়ল সরকারি স্কুলের মেঝে

বগুড়ার সান্তাহারে পাঁচ শিশু শিক্ষার্থীকে নিয়ে ধসে পড়ল সরকারি স্কুলের মেঝে

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে বাগবাড়ী এলাকায় ক্লাস শুরুর আগেই পাঁচ শিশু শিক্ষার্থীকে নিয়ে পুকুরে ধসে পড়ল স্কুলের ক্লাস রুমের মেঝে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায়  ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর ওই কক্ষ বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ও সজল হোসেন বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারির প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগ দেন শ্যামনাথ। তিনি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে খুবই উদাসীন। তার উদাসীনতার কারণে পড়াশোনার পাশাপাশি অবকাঠামোর অবস্থাও বেহাল।

তিনি একটু সচেতন হলে এই মেঝে ধসে যাওয়ার ঘটনা ঘটত না। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামনাথ দৈনিক করতোয়া’কে বলেন, অনেক দিন আগে পুকুরের ওপর এই বিদ্যালয়ের কক্ষ নির্মাণ করা হয়। সম্প্রতি উত্তর দিকে গাইডওয়াল নির্মাণ করা হলেও তিনি যোগদানের পর থেকে কোনো বরাদ্দ না পাওয়ায় মেঝে সংস্কারের কাজ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, খবর পেয়েই বিদ্যালয়ে এসে ওই ক্লাসরুম বন্ধের নির্দেশ দিয়েছি। এরপর স্থানীয়দের সাথে কথা বলি। তাদের অভিযোগগুলো নোট করি। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত