ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন

ক্যাম্পাসে উত্তেজনা: ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

ক্যাম্পাসে উত্তেজনা: ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান দেন— “জামায়াত-শিবির রাজাকার”, “নির্বাচনে কারচুপি মানি না, মানব না”, “ভোট চোর ভোট চোর”, “জামায়াত-শিবির ভোট চোর”, “প্রশাসন ভোট চোর” ইত্যাদি। এতে টিএসসি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদলের দাবি ছিল, প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন করতে হবে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা টিএসসি কেন্দ্রের বাইরে অবস্থান নেন। এর আগে কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আবিদুল ইসলাম শিক্ষকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিন্তু রিটার্নিং কর্মকর্তারা তাকে প্রবেশের অনুমতি না দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে স্লোগান অব্যাহত রাখেন। তাদের অভিযোগ— ভোটকেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছে। তাই ছাত্রদলসহ সাংবাদিকদেরও প্রবেশের সুযোগ দিতে হবে।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “পরিস্থিতি বিবেচনায় ওই মুহূর্তে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।” অভিযোগ মানতে নারাজ ছাত্রদল প্রার্থী আবিদ ও তার সমর্থকেরা। তারা শিক্ষক নাসিমা বেগমকে ভোট চুরির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন।

আরও পড়ুন

এ সময় ছাত্রদল নেতা নাহিদুজ্জামান শিপন বলেন, “এই কেন্দ্রে শিবিরের পক্ষ নিয়ে ভোট কারচুপি হয়েছে। শুধু ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের প্রার্থীরাও ভোট গণনা প্রত্যক্ষ করতে চান। কিন্তু প্রশাসন আমাদের কথা শুনছে না, উল্টো আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। প্রবেশের অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা সরব থাকব।”

উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত