বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে ঘিরে ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা এখন প্রতীমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে। সনাতন হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলায় প্রতিমা তৈরির মৃৎ শিল্পিরা দিনরাত ব্যস্ত সময় পার করছে।
এ ব্যাপারে মৃৎ শিল্পী উপজেলা সদরের শহরতলার গোপাল চন্দ্র মালী, তন্ময় মালী, দিপক কর্মকার, প্রদীপ কুমার সরকার জানান, ইতিমধ্যেই প্রায় সকল মন্দিরের প্রতিমা নির্মানে মাটির কাজ প্রায় শেষ। এখন করবেন রংয়ের কাজ।
তারা জানান, প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরিতে আকার ভেদে তারা এবার ৪০ থেকে ৫০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। অনেকে একটু উন্নতমানের প্রতিমা তৈরির ক্ষেত্রে ৬০ থেকে ১ লাখ টাকা পারিশ্রামিকও দিচ্ছেন। এ দিকে হিন্দু এলাকাগুলোতে দুর্গা পূজা উপলক্ষে সাজ সাজ রব পড়েছে, চলছে মুখরিত নানা আয়োজন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সর্বত্রই দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। দেবীকে স্বাগত জানাতে সবখানেই এখন সাজ সাজ রব। এ দিকে এরই মাঝে আয়োজকরা মন্দিরগুলো পরিস্কার করার পাশাপাশি রং করার কাজও শুরু করেছে। দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিম কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল বসাক জানান, এবার দুপচাঁচিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভায় মোট ৪৫টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনএর মধ্যে দুপচাঁচিয়া পৌরসভা এলাকায় ১৪ টি, তালোড়া পৌরসভায় ৬টি সহ তালোড়া ইউনিয়নে ৭টি, গোরিন্দপুর ইউনিয়নে ১০টি, গুনাহার ইউনিয়নে ৪টি, চামরুল ইউনিয়নে ৩টি, ও জিয়ানগর ইউনিয়নে ১ টি। থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকেও ধর্মীয় এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে উদ্যাপনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান পরিষদের সভা কক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছেন। উল্লেখ্য আর ৭ দিন পরেই আগামী ২৮ সেপ্টেম্বর রোববার বোধনের মধ্যে দিয়ে সারা দেশের মত দুপচাঁচিয়া উপজেলাতেও শারদীয় দুর্গাপূজা শুরু হবে।
মন্তব্য করুন