ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

আন্তর্জাতিক ডেস্ক : গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৯ দিন সেনাবাহিনীর হেফাজতে ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে যে, তিনি সেনা ব্যারাক ছেড়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছেন। যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সেনাবাহিনী। 

নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভক্তপুরে তার ব্যক্তিগত বাড়িতে গেছেন তিনি। এর আগে জেন-জি আন্দোলনকারীরা তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবস্থান করছিলেন।

তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছিল। কেপি শর্মা অলি ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, প্রচণ্ড, শের বাহাদুর দিউবা, ঝালা নাথ খানাল এবং মাধব কুমারসহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছিল।

আরও পড়ুন

তাদের মধ্যে শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দিউবা এখনো সেনা হেফাজতে আছেন। বিক্ষোভকারীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে আটকে রেখেছিল। পরে সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে আসে। তাদের ছাড়া বাকি সবাই ইতিমধ্যে সেনা ব্যারাক থেকে বেরিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন