ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন ঘিরে জাবিতে কড়া নিরাপত্তা

নির্বাচন ঘিরে জাবিতে কড়া নিরাপত্তা, ছবি: সংগৃহীত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে প্রবেশপথে র‌্যাব, পুলিশ ও আনসারের কড়া অবস্থান দেখা গেছে।সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন ফটক, প্রান্তিক গেট ও বিশ মাইল গেটসহ প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চলছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। কেবল বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত গাড়িই প্রবেশ করতে পারছে।

গেটে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, আজকের নির্বাচনের জন্য সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিচয়পত্র ছাড়া কোনোভাবেই ভেতরে প্রবেশের সুযোগ নেই।ক্যাম্পাসে ভেতরে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরা দেখা গেলেও পুরো পরিবেশ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করছে প্রশাসন। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”এবারের নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় প্রায় ১৫০০ পুলিশ, ৭ প্ল্যাটুন বিজিবি ও ৫ প্ল্যাটুন আনসার মোতায়েন রয়েছে। নির্বাচনী শান্তি বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গেট ও দোকান বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবা ব্যতীত ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলও সীমিত করা হয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, জাকসুর ২৫টি পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, যুগ্ম সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে মধ্যরাতে টহলটিমে দুর্বৃত্তদের গুলি, পুলিশসহ আহত ৩

মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনে কিছু অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়োগ করা হবে: প্রেস সচিব।

কুমিল্লায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হংকংয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

‘অপু বিশ্বাসকে তামান্নার মতো লাগে’

নেপালে সরকার নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি