ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলা পরিষদ চত্বরে মাদক সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে তিন মাদকসেবীর তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২১ জুন) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো-উপজেলার সদরপাড়ার শাহা আলীর ছেলে মধু মন্ডল (৪৪), চরধুনট গ্রামের সেজাব উদ্দিনের ছেলে নুরুজ্জামান সেখ (৩৬) ও বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মুনজু সেখ (৪০)।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আসর বসে। এছাড়া ওই এলাকায় ছিনতাই, চুরিসহ বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকান্ড সংঘঠিত হয়। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি সেখানে বসে মাদক সেবন করছিল।

আরও পড়ুন

এ সময় গোপন সংবাদেরভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদের হাতেনাতে আটক করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু : একদিনে ৬ জনের মৃত্যু

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে জার্মান ক্লাবে এরিকসেন

আড়াই কেজির ইলিশ, ৮৭৫০ টাকায় বিক্রি

শেষ হলো জাকসুর ভোট গ্রহণ

বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত