ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

কক্সবাজারে হত্যাসহ ৭ মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া আদালত।

বুধবার (১৮ জুন) সকাল ৯টায় চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মুহাম্মদ গোলাম সরওয়ার।

তিনি বলেন, সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ পৃথক পৃথক মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

এর আগে, তাকে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টায় চকরিয়া আদালতে হাজির করা হয়। পরে নয়টার দিকে আদালতে তোলা হলে আদালত এ রায় দেন। বর্তমানে তাকে চকরিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।

এদিকে জাফর আলমকে আনার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকরিয়া থানার মোড় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলার নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল বের করলে সেনাবাহিনীর বাধায় তা শেষ করে চলে যায় আন্দোলনকারীরা।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, আওয়ামী দুঃশাসনকালে সাবেক এমপি জাফর বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এমপি জাফর বাহিনীর হাতে খুন হয়েছে নিরীহ লোকজনসহ অন্তত ৭ নেতাকর্মী। আমরা এমপি জাফরের ফাঁসি চাই। অন্যদিকে তার মুক্তির দাবিতেও একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্বকের যত্নে কমলার খোসা

আসন বহালের দাবি বাগেরহাটে ফের ৩ দিনের হরতালের ডাক

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫

আরও বাড়ল সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ

নুরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম 

হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০