ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁয় ৬ কোটি টাকার চামড়ার বাণিজ্য

নওগাঁয় ৬ কোটি টাকার চামড়ার বাণিজ্য

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সরকারের বেধে দেওয়া দামেই চামড়া ক্রয়-বিক্রয় করা হয়েছে। ইতোমধ্যেই তা সংরক্ষণ করছেন ব্যবসায়ীরা। অপরদিকে সঠিক নিয়মে চামড়া সংরক্ষণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ৭৪ টন লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। একইসাথে জেলায় প্রায় ৬ কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

জানা যায়, এবার কোরবানীর ঈদে নওগাঁয় ৩লাখ ৭৮হাজার পশু জবাই করা হয়েছে, যার মধ্যে সিংহভাগই গরু। প্রকারভেদে গরুর চামড়া ৩-৭শ’ টাকা ও ছাগলের চামড়া প্রকারভেদে ১০-২শ’ টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে। তবে গরুর ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত চামড়াগুলোর দাম একেবারেই নেই। এদিকে সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় করার ঘোষণায় লাভের আশায় একটু বেশি দামে চামড়া কিনে লোকসান গুনছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা।

একটি চামড়াও যেন নষ্ট না হয় সেই লক্ষ্যে প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে নওগাঁর ১১টি উপজেলার বড় বড় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে ৭৪ টন লবণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। যাতে প্রত্যন্ত অঞ্চলে প্রাপ্ত চামড়াগুলো সহজেই সংরক্ষণ করা যায়।

নওগাঁ চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, তারা সরকারের বেধে দেওয়া দামেই চামড়া ক্রয় করেছেন। তবে এবার শতকরা ২০-৩০ ভাগ ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত গরু জবাই করা হয়েছে। ফলে সেই চামড়াগুলো কেজি হিসেবে কোম্পানিরা তাদের কাছ থেকে গড় মূল্যে ক্রয় করবে। তাই তারাও কমদামে কিনতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন

নওগাঁ চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. মমতাজ হোসেন বলেন, এবার নওগাঁতে ৫-৬ কোটি টাকার চামড়া ক্রয়-বিক্রয় হয়েছে। তবে ট্যানারি মালিকদের উপর নির্ভরশীল না হয়ে সরকারের পক্ষ থেকে সারাবছর একটি কমিটির মাধ্যমে চামড়া শিল্পকে তদারকি করার আহবান জানান তিনি। এতে দুর্নীতি আর অনিয়মের সিন্ডিকেট ভেঙে আবার চামড়া শিল্পের যৌবন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, নওগাঁয় চামড়া ক্রয়-বিক্রয় নিয়ে যেন কোন অরাজকতার সৃষ্টি না হয় এবং সরকারের পক্ষ থেকে প্রদান করা লবণের সঠিক ব্যবহার নিশ্চিতে ঈদের আগেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নিয়ে একাধিক সভা করা হয়েছে।

এছাড়া মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা ও সরকারের পক্ষ থেকে বিনামূল্যে লবণ বিতরণ করায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ম বন্ধ হয়েছে। তিনি বলেন, নওগাঁ জেলা ভারতের সীমান্তবর্তী হওয়ায় চামড়া যেন পাচার না হতে পারে সেই বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে আবশ্যিকীকরণের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি

আমাকে কি ফজু পাগল মনে হয়: ফজলুর রহমান

ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি উপাচার্যের কৃতজ্ঞতা

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বগুড়ায় বিএনপি’র দোয়া মাহফিল 

এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নওগাঁর পোরশায় ১৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন ৫০ হাজার গ্রাহক