ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগের বিচারের বিষয়ে একমত হেফাজত-এনসিপি

মতবিনিময় সভা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ চারটি বিষয়ে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি।

আজ বুধবার সকাল ১১ টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিসে হেফাজতে ইসলামের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে। জাতীয় নাগরিক পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচারে একমত হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি। মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা হয়।’

এনসিপির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। সেগুলোর মধ্যে রয়েছে, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।

আরও পড়ুন

এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্যদলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।

সভায় হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ও আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত