ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

সিপিএল’র মাঝেই বন্দুকধারীর হামলার শিকার দুই ক্রিকেটার

সিপিএল’র মাঝেই বন্দুকধারীর হামলার শিকার দুই ক্রিকেটার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মাঝেই সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার ও সিপিএলের এক কর্মকর্তা বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন। অস্ত্রের মুখে তাদের কাছ থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হলেও সফল হয়নি অস্ত্রধারীরা। এই ঘটনায় ভুক্তভোগী ক্রিকেটার ও কর্মকর্তার নাম অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৩টার দিকে বার্বাডোজে একটি ব্যক্তিগত অনুষ্ঠান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। ওই সময় সেন্ট মাইকেলের ফন্টাবেলে এলাকার একটি জনপ্রিয় খাবারের দোকানে কিছু খাবার কিনতে একটি জায়গায় থেমেছিলেন তারা। এসময় এক সশস্ত্র ব্যক্তি তাদের সামনে এসে দাঁড়ান এবং হামলা করেন। প্রতিবেদনে আরও বলা হয়, এ সময় সবাই পালানোর চেষ্টা করলে একজন পড়ে যান এবং হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় এক ভুক্তভোগীর গলা থেকে একটি চেইন ছিঁড়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা। পরে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশ নিশ্চিত করেছে, ওই ঘটনায় ক্রিকেটারদের কোনো কিছু লুট হয়নি এবং সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। 

তবে বিষয়টি জানতে পেরে দেশটির ক্রিকেট মহলে বেশ আলোচনা চলছে। ঘটনার প্রতিক্রিয়ায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ম্যানেজার ডারিও বার্থলি মিডউইকে নেশনকে বলেন, ‘সবাই ভালো আছে, কেউ গুরুতরভাবে আহত হয়নি। এখন এটি পুলিশের বিষয়। তদন্ত চলাকালীন আমরা বাড়তি মন্তব্য করতে চাই না। তদন্ত শেষে পুলিশই যথাযথ তথ্য জানাবে।’ ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে দলটি। বার্থলি জানিয়েছেন, বর্তমানে তাদের বা সিপিএল কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। এ বিষয়ে সিপিএল কর্তৃপক্ষও বিবৃতি দিয়েছে। তদন্তাধীন বলে আপাতত মন্তব্য নয় জানিয়ে সিপিএলের এক মুখপাত্র জানান, ‘আগামীতে সংশ্লিষ্টদের সুস্থতার দিকে আমাদের মনোযোগ থাকবে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সাবেক এমপি রিপু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেঙ্গু : একদিনে ৬ জনের মৃত্যু

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে জার্মান ক্লাবে এরিকসেন

আড়াই কেজির ইলিশ, ৮৭৫০ টাকায় বিক্রি

শেষ হলো জাকসুর ভোট গ্রহণ