ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই চ্যালেঞ্জ : সালাহউদ্দিন

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই চ্যালেঞ্জ : সালাহউদ্দিন, ছবি: সংগৃহীত।

একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে আমরা সব দল একমত। এ বিষয়ে কারো কোন দ্বিমত নেই। তবে বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতন্ত্রে প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তোবা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সময় আছে আশার করি এর ভেতরে আমরা আলোচনার করে ঐকমত্যে পৌঁছাতে পারব।

আরও পড়ুন

সালাউদ্দিন আহমদ মনে করেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেয়ার ক্ষমতা রাখে জানিয়ে তিনি বলেন, ভিন্ন কোন প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে। তিনি আরও বলেন, শতাধিক সংস্কারের প্রস্তাব রয়েছে। আমরা সবগুলো দল হয়তোবা সব বিষয়ে একমত হতে পারব না। কিন্তু দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা একটা সমঝোতায়া পৌঁছাতে পারব বলে আশা করছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে নতুন কর্মসূচি

কোক স্টুডিওর নতুন গান ‘লং ‍ডিসট্যান্স লাভ’

তালের পুডিং তৈরির রেসিপি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক যুব কাউন্সিলে সিরাক-বাংলাদেশ

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

কর্নেল স্যান্ডার্সের জন্মদিনে কেএফসি বাংলাদেশের বিশেষ আয়োজন