সাইবার ঝুঁকি মোকাবেলায় একযোগে কাজ করবে বাংলাদেশ- রাশিয়া
করতোয়া ডেস্ক : সাইবার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে যাচ্ছে রাশিয়া। বাংলাদেশে সেন্টার অব এক্সিলেন্স ইন সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠায় একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে ঐকমত্যে এসেছেন রাশিয়ার যোগাযোগ ও গণমাধ্যমমন্ত্রী নিকোলাই নিকিফরেভ।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফররত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বুধবার রাতে রাশিয়ার মস্কো রুশ ফেডারেশনের মন্ত্রী নিকোলাই নিকিফরেভের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলাদেশ সাইবার নিরাপত্তা খাতে রাশিয়ার সহযোগিতা চান পলক। সভায় পলক বলেন, “বিগত ৯ বছরে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ১০০ গুণের চাইতে বেশি। এরই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ঝুঁকি, সারা বিশ্বের মতো বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয়। ঝুঁকি মোকাবেলায় রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সাইবার ঝুঁকি মোকাবেলায় আমরা বিশ্বমানের সক্ষমতা অর্জন করতে চাই। প্রতিমন্ত্রীর এই প্রস্তাবে সাড়া দিয়ে নিকিফরেভ সাইবার ঝুঁকি মোকাবেলায় সম্ভাব্য সাইবার আক্রমণের আন্তঃরাষ্ট্রীয় আগাম তথ্য বিনিময়ে একমত পোষণ করেন। তিনি সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধিতে পদক্ষেপ নেবেন বলে জানান।
নিকোলাই নিকিফরেভ ও জুনাইদ আহমেদ পলকের বৈঠকে ই-গভার্নেন্স কার্যক্রম ফলপ্রসূ করতে উভয়পক্ষ সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক। গত বছরের ৪ থেকে ৮ ডিসে¤॥^র স্কোলকোভো ফাউন্ডেশনের হেড অব ইন্টারন্যাশনাল এক্সিলারেশন প্রোগ্রাম দারিয়া লিপাতোভার নেতৃত্বে একটি প্রতিনিধিদল যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি পরিদর্শন করেন। পরে প্রতিনিধি দল ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-তে অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)