রাজারহাটে একই সাথে ৩ সন্তান প্রসব করলেন সাধনা রানী
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে একই সাথে ৩ সন্তানের জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সাধনা রানী (২৫)। তার ৩টি সন্তানই সুস্থ থাকায় এলাকার শত শত নারী পুরুষ তাদের এক নজর দেখতে ভিড় জমিয়েছে। কিন্তু অসহায় এই পরিবার হতদরিদ্র হওয়ায় দুধের শিশুদের বড় কষ্টে লালন পালন করছেন বলে ওই পরিবারটি জানিয়েছেন।জানা গেছে, উপজেলার রাজারহাট ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের সুনিল রায়ের স্ত্রী সাধনা রানী গর্ভবর্তী অবস্থায় গত সোমবার অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে স্বাভাবিকভাবে ২টি পুত্র সন্তান ও ১টি কন্যা সন্তান প্রসব করেন। বিষয়টি জানার পর হাসপাতাল পাড়ায় ব্যাপক সাড়া পড়ে। সেখানে তাকে এবং তার সন্তানদের দেখার জন্য হাসপাতালে ভিড় করতে থাকে। এরপর মা ও সন্তান সুস্থ থাকায় গতকাল শুক্রবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতেও শতশত লোকজন একনজর দেখতে ভিড় জমান। রাজারহাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এনামুল হক ও শিক্ষক ইন্দ্রকমল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)