ফ্রাইড চিকেন KFC স্টাইলে তৈরি করুন
ফ্রাইড চিকেন একটি পরিচিত খাবার । এটা সবার কাছে পরিচিত এটা পছন্দ করে না এমন কেউ নেই । এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে । আমরা তো সবাই সাধারনত বাহিরে থেকেই খেয়ে থাকি । কিন্তু ঘরেই তৈরি করে নিলে তা অস্বাস্থ্যকর হওয়ার ভয়ও থাকে না । জেনে নিন রেসিপি-
উপকরণ :
- ৪ পিস মুরগীর মাংস মাঝারি সাইজে কাটা
- রসুন ও আদা বাটা মিলানো ১ চামচ
- পেঁয়াজ বাটা ১ চামচ
- মরিচ গুঁড়া ১ চামচ
- লবণ পরিমানমতো
- জিরা বাটা হাফ চামচ
- সয়াসস ১ চামচ
- রেডিমেট রোস্টের মসলা ১ চামচ
- কর্ণ ফ্লাওয়ার ১ চামচ
- আটা / ময়দা দেড় কাপ
- পানি
- তেল ভাজার জন্য ।
প্রণালি :
প্রথমে মাংস ধুঁয়ে পানি ঝরিয়ে নিন । তারপর মাংসে রসুন ও আদা বাটা , পেঁয়াজ বাটা , মরিচ গুঁড়া , লবণ , জিরা বাটা , সয়াসস , রেডিমেট রোস্টের মসলা দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা বা তার বেশি সময় মেরিনেট করে রেখে দিন ।
এখানে রেডিমেট রোস্টের মসলার বদলে জয়ত্রি ,জয়ফল , কাঠবাদাম এগুলো বেটে দিতে পারেন দিলে ভালো লাগবে । আটা বা ময়দা যেকোন টা ব্যবহার করতে পারেন । এবার আটা নিয়ে তাতে কর্ণ ফ্লাওয়ার , লবণ অল্প দিয়ে একটু মিশিয়ে নিন । তারপর একটি বাটিতে বেশি করে পানি নিন যাতে মাংসগুলো ভালো করে ডুবে । এরপর মাংস গুলো এক এক করে আটাতে ভালোভাবে গরিয়ে পানিতে ডুবিয়ে রাখুন ১৫ – ২০ মিনিট ।
তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করুন যাতে ডুবো তেল হয় । অল্প দিয়ে ভাজতে পারেন তবে ডুবো তেলে ভাজলে ভালো হয় । তারপর পানি থেকে মাংসগুলো তুলে এক এক করে আবার আটাতে ভালো করে গরিয়ে নিতে হবে । যাতে মাংসটা ভালো করে ঢেকে যায় । এবার গরম তেলে ফ্রাইড চিকেন গুলো ভালো করে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিন । ব্যস , হয়ে গেল ফ্রাইড চিকেন এবার সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।
সূত্র : sokalerhasi.com

মন্তব্য (0)