ছেলের ছুরিকাঘাতে আহত মায়ের মৃত্যু
সম্পত্তির দ্বন্দ্বে রাজধানীর দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে আহত হামিদা বেগম মারা গেছেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণখান থানার ফয়েবাদাবাদ এলাকার টিআইসি কলোনিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, শফিকুলকে ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হবে।

মন্তব্য (0)