বগুড়ার কাহালু বাজারে কীট নাশক ওষুধের দোকানে চুরির মামলায় একজন গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানা পুলিশ আন্তঃজেলা চোর চক্রের সদস্য আনিছুর রহমানকে (৩৪) গ্রেফতার করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়ন পরিষদের সামনে তাকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘি উপজেলার তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত ফেরদৌস প্রামানিকের ছেলে।
জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরিপুকুর বাজারের ব্যবসায়ী আব্দুর রহিমের কীটনাশক ওষুধের গুদাম ঘরের টিনের চালা কেটে প্রায় ৬০/৭০ লাখ টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক ওষুধ চুরি হয়।
এ ঘটনায় রহিম বাদি হয়ে কাহালু থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরবর্তীতে কাহালু থানার পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে আনিছুর রহমানকে গ্রেফতার করে গতকাল রোববার তাকে আদালতে প্রেরণ করেছে।
আরও পড়ুনকাহালু থানার এিস.আই মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত আসামি আনিছুর রহমান আন্তঃজেলা চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় ২টি মামলা রয়েছে। তিনি আরও বলেন আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে বিমান্ড চাওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


