চার দফা দাবিতে রংপুর চেম্বারসহ ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান
রংপুর জেলা প্রতিনিধি : ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারসহ ব্যবসায়ীদের বিভিন্ন জটিলতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শীর্ষ ব্যবসায়ী সংগঠন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, ভাইচ প্রেসিডেন্ট এনামুল হক সোহেল, জুলফিকার আলী ভুট্টু, মেট্রোপলিটন চেম্বার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নুরুল হক পটু, উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, জেলা পরিষদ সুপার মার্কেটের সভাপতি রশিদুজ্জামান বুলবুল।
ব্যবসায়ীদের চার দফা দাবির মধ্যে রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন ও প্রাপ্তির ক্ষেত্রে উৎস কর এবং হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার। নাগরিক সেবাসমুহ যথা নাগরিকত্ব সনদ,জন্ম নিবন্ধন,ওয়ারিশ সার্টিফিকেটসহ অন্যান্য জটিলতা নিরসন। এছাড়াও শহরের ভেতরে যানবাহন চলাচল ও পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টিকারী বাধা অপসারণ। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সিটি কর্পোরেশনের প্রনোদনা ও উৎসাহমূলক কর্মসূচী গ্রহণ।
আরও পড়ুনব্যবসা সম্প্রসারণে সহায়ক নীতি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন। ব্যবসার উপর করের জাল নয়, প্রনোদনা চাই। রংপুরের ব্যবসা বাঁচাতে হয়রানী বন্ধ করতে হবে। আলোচনা সভায় ব্যবসায়ী নেতারা জানান, বর্তমান নানাবিধ জটিলতার কারণে ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ী সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিশেষ করে ট্রেড লাইসেন্সে অতিরিক্ত কর আরোপ ও প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ব্যবসায়ী বান্ধব পরিবেশকে বাধাগ্রস্ত করছে। পরে ব্যবসায়ীদের স্মারকলিপি গ্রহণ করে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


