ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

আসছে ইয়াশ-নীহার উইশ কার্ড

আসছে ইয়াশ-নীহার উইশ কার্ড

আসছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক উইশ কার্ড ।ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘উইশ কার্ড’।

বেশ কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আগামী ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় ‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। গল্পে দেখা যাবে, হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথমদিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতোটা দুষ্টু, হৃদি ঠিক ততোটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে।

যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়।

নির্মাতা সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী ইয়াশ। সারাক্ষণ ব্যস্ত থাকে, কিভাবে ভালো অভিনয় করা যায়। আর নীহা তো খুবই লক্ষ্মী একটা মেয়ে। কাজের ব্যাপারে খুবই মনোযোগী। সত্যি বলতে ইয়াশ-নীহাকে নিয়ে নাটকটি করে খুব ভালো লেগেছে আমার।

আরও পড়ুন

ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হবে এটি। সৌখিন ভাই প্রতিটি সিন এতো ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছে, কি আর বলবো, দর্শক খুব পছন্দ করবে আশা করি।

নাজনীন নীহা বলেন, ‘‘সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের ‘মনদুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘লাভ রেইন’ দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।

‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া দিবস আজ

কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

শীতে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি: হার্ট ভালো রাখতে যা খাবেন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে: শিক্ষা মন্ত্রণালয়

বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হান্নান সরকার

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত