পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং মাদক বিক্রির ২ লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করে সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। তার সাথে সেনাবাহিনীর একটি দল ও বোদা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গ্রেফতারকৃত হেলাল উদ্দিন ঘাগড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। পেশায় সাইকেল মেকানিক হলেও তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ভারতীয় মাদক চক্রের মাধ্যমে মাদক এনে পঞ্চগড় জেলায় সরবরাহ করতেন।
গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের নিয়মিত টহলদল ঘাগড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে হেলালের বাড়ির একটি ট্রাঙ্ক থেকে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনএ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, সেনাবাহিনীর অভিযানে বোদা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাদক ব্যবসায়ী হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


