ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৫, ০৫:৫৮ বিকাল

হবু শ্বশুর বেতন জানতে চাওয়ায় বিয়ে ভেঙে দিলেন তরুণ

ছবি : সংগৃহীত,হবু শ্বশুর বেতন জানতে চাওয়ায় বিয়ে ভেঙে দিলেন তরুণ

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের রাজধানী আম্মানে এক তরুণ প্রায় চূড়ান্ত হতে যাওয়া তার বিয়ের প্রস্তাব অদ্ভুত এক কারণে ভেঙে দিয়েছেন। ওই তরুণের কাছে তার বেতনের বিষয়ে হবু শ্বশুর জানতে চাওয়ায় ক্ষোভে বিয়ে ভেঙে দিয়েছেন তিনি। এই ঘটনা দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী আম্মানের এক তরুণীর সঙ্গে ওই তরুণের বিয়ের আলোচনা চলছিল। আলোচনা চূড়ান্ত হওয়ার পর্যায়ে থাকাকালীন তরুণীর বাবা হবু বরের কাছে তার ছয় মাসের বেতনের ব্যাংক স্টেটম্যান্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চান। পরে ওই তরুণ ক্ষোভে বিয়ের পরিকল্পনা বাতিল করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পাত্রীপক্ষের এমন ‘অস্বাভাবিক ও অতিরিক্ত’ দাবি মানতে না পেরে শেষ পর্যন্ত বিয়ে না করার সিদ্ধান্ত নেন বলে ওই তরুণ জানিয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সারাইয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তরুণ বলেন, ‘‘আমি কি কোনও ব্যাংকে ঋণের আবেদন করেছি?

আরও পড়ুন

হবু শ্বশুরের দাবিকে ব্যাংক ঋণের প্রক্রিয়ার সঙ্গে তুলনা করেন তিনি। বিয়ের প্রাথমিক আলোচনার সময় বিষয়টি নিয়ে উভয়পক্ষের মাঝে তর্ক-বিতর্ক শুরু হয়। এর একপর্যায়ে হবু বর ক্ষুব্ধ হয়ে বিয়ের সিদ্ধান্ত থেকে থেকে সরে আসার ঘোষণা দেন।

এই ঘটনা জর্ডানে বিয়ের সামাজিক বাস্তবতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। বর্তমানে দেশটিতে বাড়তি খরচ, কঠিন শর্ত এবং উচ্চ বেকারত্বের কারণে অনেক তরুণের জন্য বিয়ে করাটা কঠিন হয়ে উঠছে।

সূত্র: গালফ নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া দিবস আজ

কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

শীতে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি: হার্ট ভালো রাখতে যা খাবেন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে: শিক্ষা মন্ত্রণালয়

বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হান্নান সরকার

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত