ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

সংগৃহিত,চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মো. সেলিম (৪০) নামে এক যুবদলকর্মী হয়েছেন।

রোববার (৬ জুলাই) উপজেলার কদলপুরে ঈশান ভট্টের হাটে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

 
নিহত সেলিম কদলপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমীর হোসেন প্রকাশ ছোট বাইল্যার ছেলে। পরিবার নিয়ে নতুনপাড়া এলাকায় নতুন বাড়িতে থাকতেন তিনি।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শমশেরপাড়ায় একজন মুরব্বি মারা যাওয়ায় স্ত্রীকে নিয়ে জানাজা পড়তে মোটরসাইকেল করে আসেন সেলিম। বেলা ১১টায় জানাজা শেষে স্ত্রীকে পেছনে বসিয়ে নিজের নতুন বাড়ি ইসলামিয়া নতুনপাড়ায় ফিরছিলেন। ঈশান ভট্টের হাট ছবিথেকে পরিবারের জন্য ওষুধ কেনেন। এক পর্যায়ে ওই বাজার থেকে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে বাড়ি ফেরার পথে দক্ষিণ দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ৫ জন কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুর্বৃত্তরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জানা যায়, স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
 
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান বলেন, ওই ব্যক্তির শরীরে শর্টগানের দুটি গুলি লাগে। একটি গুলি তার মুখের একপাশে লাগে এবং মুখটি থেঁতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার