ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ। প্রতীকী ছবি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরে টেন্ডার ছাড়া লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ উঠেছে উজ্জ্বল হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলা পরিষদের চত্বরে  ঝড়ে ভেঙে পড়া, ঝুঁকিপূর্ণ ১২টি বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির জন্য গত ১৯ জুন খোলা ডাকের আহব্বান করা হয়।

সেই অনুযায়ি উজ্জ্বল হোসেন ডাকের মাধ্যমে ১২টি বিভিন্ন প্রজাতির গাছ সর্বোচ্চ মূল্য দিলে তাকে গাছগুলো কর্তনের অনুমতি দেওয়া হলে ১২টির পরিবর্তে অতিরিক্ত সাতটি বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

জানা গেছে, ডাক অনুযায়ি বকাইন একটি, মেহগনী দুইটি, জাম একটি, রেইন্ট্রি তিনটি, অর্জুন দু’টি, আম একটি, শিশু একটি, ইউক্যালিপ্টাস একটিসহ মোট ১২টি গাছ কাটার অনুমতি থাকলেও কাঠ ব্যবসায়ী উজ্জ¦ল হোসেন এসব গাছের সাথে অতিরিক্ত মেহগনি তিনটি, জাম একটি, কাঁঠাল একটি, নারিকেল একটি এবং আকাশমনি একটিসহ সাতটি গাছ অতিরিক্ত কেটে নিয়ে যান।

এই ব্যবসায়ী বলেন, ‘আমি ব্যবসাীয়, গাছ কেনাবেচায় আমার পেশা, আমি যতো গাছ পাবো ততো কেনাবেচা করবো, আমি টাকা দিয়েছি, গাছ কেটেছি, যা বলার শওকত (পরিষদের চেয়ারম্যানের কম্পিউটার অপারেটর) স্যারকে বলেন।’

আরও পড়ুন

এ বিষয়ে এস এম শওকত বলেন, ‘অতিরিক্ত গাছ কাটা বিষয়ে আমি কিছুই জানি না, আমার নামে মিথ্যাচার করা হচ্ছে।’ খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম এবং পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠন ‘জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন’র কর্মীরা উপজেলা পরিষদে গেলে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন গাছকাটার সাথে জড়িত ব্যক্তিরা।

উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা মতিয়র রহমান বলেন, ‘ইউএনও স্যার ঝড়ে পড়া গাছ টেন্ডারের জন্য মার্কিং এবং দাম নির্ধারণ করতে বলায়, আমরা বিভিন্ন প্রজাতির ১২টি গাছ মার্কিং করে মূল্য নির্ধারণ করে দিয়েছি, যদি অতিরিক্ত গাছ কেটে থাকে তাহলে, সে দায় ভার তাদের।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, ‘বিষয়টি আমি জানলাম, যদি অতিরিক্ত গাছ কাটা হয় এবং তার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থ্য নেয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের 

বিএনপি কার্যালয়ে চীনা রাষ্ট্রদূত

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণা