ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আপনাকে আমরা বসাইছি নিজের যোগ্যতায় এখানে আসেননি:চবি শিক্ষার্থী

আপনাকে আমরা বসাইছি নিজের যোগ্যতায় এখানে আসেননি:চবি শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের কক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। সেখানে এক শিক্ষার্থী বলেছেন,‘আপনাকে আমরা বসিয়েছি, আপনি নিজের যোগ্যতায় এখানে আসেননি।

গতকাল শুক্রবার (৪ জুলাই) বিকেলে এই বাগবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন ওই শিক্ষার্থীরা। 

জানা জায়, গতকাল শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি বোর্ড বসার কথা ছিল। এই বোর্ডে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেন সংস্কৃত বিভাগের শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্তী। এদিন সকালেই একটি দৈনিক পত্রিকায় ‘হত্যাচেষ্টা মামলার আসামির পদোন্নতিতে চবিতে বোর্ড বসছে আজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের জেরে ধরেই মূলত শিক্ষার্থীরা পদন্নোতি বোর্ড বাতিলের দাবিতে দুপুর আড়াইটা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, কুশল বরণ চক্রবর্তী গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হেফাজত ইসলামের কর্মী এনামুল হক চৌধুরীর হত্যাচেষ্টা মামলার আসামি ২০তম আসামী।  এ ছাড়া সে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর। গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’ আয়োজন করে দেশদ্রোহী কাজ করেছেন। বাংলাদেশে কোথাও সংখ্যালঘু গণহত্যা হয়নি। অথচ তিনি আন্তর্জাতিক ভুয়া সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

আরও পড়ুন

আন্দোলনকারীরা জানান, কুশল বরণ চক্রবর্তীর সাথে ভারতীয় উগ্রবাদী হিন্দু নেতাদের সরাসরি যোগাযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময়ে ভারতে যেয়ে তাদের অনুষ্ঠানে যোগ দেন এবং সেই ছবি ফেসবুকে আপলোডও করেন। আমরা এই ফ্যাসিবাদীর সহযোগী ও দেশদ্রোহী ব্যক্তির পদোন্নতি বোর্ড বাতিলের দাবিতে আন্দোলন করেছি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চায়না বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এসি মিলানে যোগ দিয়ে যা বললেন লুকা মদ্রিচ

গাইবান্ধার পলাশবাড়ীর অর্থের বিনিময়ে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের অভিযোগ

পাবনার  চাটমোহরে যুবদল নেতার আত্মহত্যা

রংপুরের বদরগঞ্জে পেয়ারায় অনন্য সাফল্য কাউসারের

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু