ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভাইয়ের লাশ আনতে গিয়ে লাশ হলেন আরও দুই ভাই

ভাইয়ের লাশ আনতে গিয়ে লাশ হলেন আরও দুই ভাই

এক বছর আগে সৌদি আরবে নিহত ভাইয়ের লাশ আনতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুই  ভাই ।

আজ  শনিবার (৫ জুলাই) বিকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর নামক স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে হাইওয়ে কুমিল্লা রিজিওনের অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম।

নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব ভূজপুর গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া ও একই এলাকার জালাল আবেদীনের ছেলে ওসমান গনি।

আরও পড়ুন

নিহত রুবেলের চাচা মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, ২০২৪ সালে পরিবারের অভাব দূর করতে এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের আশায় সৌদি আরবে পাড়ি জমান ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার রুবেল। সেখানে ক্ষুধার্ত অবস্থায় মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তার ওপর নির্মম নির্যাতন। মারধরের ফলে গুরুতর আহত রুবেল চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ১৭ জুলাই মদিনার একটি হাসপাতালে মারা যান। একবছর পর প্রবাস থেকে ঢাকায় আসা লাশ নিয়ে বাড়ি ফিরছেন তার ভাই বাবুল ও মামাতো ভাই ওসমানসহ স্থানীয় একজন। পথে দুর্ঘটনায় বাবুল ও ওসমান মারা যায়।

অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম জানান, কুমিল্লা অংশে লাশবাহী অ্যাম্বুলেন্সে লরি ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিতে আঘাত করে। এতে দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ।  ঘটনাস্থলে লাশের সঙ্গে থাকা একজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাইনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার