ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নাটোরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের আলাইপুরে একটি ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেসের বারান্দা থেকে ইয়াছিন হোসেন(১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ইয়াছিন হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে নাটোরের আলাইপুরে একটি কারখানায় শ্রমিকের কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পর এলাকার সহকর্মীদের সাথে নাটোর শহরের আলাইপুরে একটি কারখানায় কাজে আসে ইয়াছিন। কিছুদিন কাজ করার পর বাড়ি ফিরে যেতে ইয়াছিন তার পরিবারের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু যোগাযোগ করতে না পেরে গত দু’দিন ধরে কান্নাকাটি করছিল সে। গতকাল বৃহস্পতিবার তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কাজের বুয়া রান্না করতে এসে দেখেন বারান্দায় ইয়াছিনের মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইয়াছিনের সহকর্মী স্বপন বলেন, বাড়ি যাওয়ার জন্য সে তার বাবা মাকে ফোন করছিল কিন্তু তারা মোবাইল ধরছিল না। সকালে কাজ থেকে খাবার খাওয়ার জন্য মেসে এসে সবাই ভাত খেলেও ইয়াছিন খায়নি। খাওয়া শেষে তারা কাজে চলে যান। পরে মেসের খালা তাকে বারান্দায় ঝুলে থাকতে দেখেন।

আরও পড়ুন

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মাহবুর রহমান বলেন, ছেলেটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে পেয়ারায় অনন্য সাফল্য কাউসারের

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নাটোরের লালপুরে আম বোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো, গ্রেফতার ১৬৪

রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা