ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দুর্গাপূজায় আসছে ‘রঙবাজার’

দুর্গাপূজায় আসছে ‘রঙবাজার’

বিনোদন ডেস্কঃ আসছে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশের ‘রঙবাজার’। তামজিদ অতুলের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প। লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’র শুটিং শুরু হয়েছিল ২০২২ সালে। বেশির ভাগ দৃশ্যধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।

 
 

দুর্গাপূজায় ‘রঙবাজার’ মুক্তির বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘অনেক আগেই রঙবাজার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত ছিল। প্রযোজনা সংস্থা সঠিক সময়ের অপেক্ষা করছিল। কারণ, এটি সব বয়সীদের জন্য নয়। একটি নির্দিষ্ট শ্রেণিকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে। গত বছর মুক্তির পরিকল্পনা করলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা সম্ভব হয়নি। তাই দুর্গাপূজায় মুক্তি দিতে চাই। কারণ, দুর্গাপূজা আমার জন্য বিশেষ। এই উৎসবেই আমার “পদ্মাপুরাণ” মুক্তি পেয়েছিল। আশা করছি, এবারও দর্শকের ভালোবাসা পাব।’

সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘যৌনপল্লিকে নিয়ে এই সিনেমার গল্প। সভ্য সমাজ এই পেশাকে সব সময় অন্য চোখে দেখে। সময়ের সঙ্গে এই পেশারও রং পাল্টেছে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। টানবাজারের (নারায়ণগঞ্জের একসময়ের যৌনপল্লি) উচ্ছেদ-পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা সিনেমায় তুলে ধরেছি। উচ্ছেদ করার পর এই পেশা বিলুপ্ত হয়েছে নাকি আরও খারাপভাবে ছড়িয়ে পড়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি।’

আরও পড়ুন

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার