ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দেশে না আছে পরিবর্তন, না আছে সংস্কার: উমামা ফাতেমা

দেশে না আছে পরিবর্তন, না আছে সংস্কার: উমামা ফাতেমা

দেশে কোনো প্রকৃত পরিবর্তন বা কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক উমামা ফাতেমা। তার মতে, ৫ আগস্টের সেই স্বপ্ন থেকে বহু দূরে অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকার।

সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে জনগণ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছিও নেই আমরা। জুলাইয়ের সব এখতিয়ার একে একে ছাত্রদের হাত থেকে সরকার নিয়ে নিয়েছে। এখন আর ছাত্রদের হাতে কিছু নেই।

উমামা ফাতেমা জানান, সরকার এখন একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু সংস্কার বাস্তবায়নের কথা বলছে। তবে সেখানে কেবলমাত্র সেইসব সংস্কারই বাস্তবায়ন হবে, যাতে সব রাজনৈতিক দল একমত হবে।

তিনি আরও বলেন, তাহলে এতে লাভ কি, যদি দিনশেষে গোটা একটা অভ্যুত্থান আমরা রাজনৈতিক দলগুলোর হাতে গিয়ে তুলে দিয়ে আসি। তিনি বলেন, কিছু ঐতিহাসিক ভুল জুলাই পরবর্তী সময়ে আমাদের অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। যদি বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কারের স্বপ্নগুলো পুনর্জীবিত করতে পারে তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে।

আরও পড়ুন

জুলাই যদি এই দেশে আগামী ১০ বা ২০ বছরে কোন পরিবর্তন আনতে না পারে তাহলে জুলাই এদেশে টিকবে না।

তার মতে, জুলাই-এ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবার পুনরায় মাঠে নামতে হবে। রিকশাওয়ালা, পান বিক্রেতা, চা বিক্রেতা, মিরপুর ১০ এর হকার যে স্বপ্ন নিয়ে সেদিন রাস্তায় নেমেছিল তা পূরণে বাংলাদেশের জনগণকে পুনরায় একত্রিত হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার