ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০৭:৪৩ বিকাল

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হলেন- বড় ভাই আক্তারুজ্জামান (৫৫) ও ছোট ভাই আলম হোসেন (৪০)। তারা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের মৃত. ইসাহাক মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আক্তারুজ্জামান (৫৭) নামে এক ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা নিরীক্ষার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বড় ভাই বাড়ির উঠানে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনে বিদ্যুতায়িত হলে পাশেই থাকা ছোট ভাই আলম হোসেন তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ছোট ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় ভাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন বলে শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে নিষিদ্ধ হলো গান-বাজনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ডোবায় ভাসমান প্যাকেট থেকে স্মার্টফোন জব্দ

দুই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি বন্ধের সিদ্ধান্ত

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

সিরাজগঞ্জের কাজিপুরে একদল তরুণের ভাঙা রাস্তা মেরামত

প্রধান বিচারপতির বাসভবনসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ