ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

এসি টানা কতক্ষণ চালানো নিরাপদ?

এসি টানা কতক্ষণ চালানো নিরাপদ?

তীব্র গরমে এসির ব্যবহার এখন প্রতিদিনকার বাস্তবতা। অনেকে দিনের বড় একটি সময়, এমনকি সারারাত কিংবা ২৪ ঘণ্টাও এসি চালিয়ে রাখেন। কিন্তু প্রশ্ন থেকে যায়—একটি এসি আসলে টানা কতক্ষণ চালানো নিরাপদ?

আধুনিক এসি, বিশেষ করে ইনভার্টার প্রযুক্তির এসিগুলো টানা দীর্ঘক্ষণ চালানোর জন্যই তৈরি। এসব এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী নিজে থেকেই গতি ও শক্তি সমন্বয় করে। ফলে চাহিদা অনুযায়ী এটি কম্প্রেসার চালু বা বন্ধ করে দিয়ে বিদ্যুৎ খরচও কমায়। তবু একটানা দীর্ঘ সময় এসি চালাতে হলে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

এসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও নির্দেশনা মতে, প্রতি তিন মাসে অন্তত এসি সার্ভিসিং করা জরুরি। এছাড়া অতিরিক্ত চাপ এড়াতে একটানা ৮–১০ ঘণ্টা পর অন্তত কিছুক্ষণ বিরতি দেওয়া নিরাপদ। তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রির মধ্যে রেখে ‘স্লিপ মোড’ ব্যবহার করলেও এসির ওপর চাপ কম পড়ে এবং বিদ্যুৎ খরচ সাশ্রয় হয়।

নিয়মিত ফিল্টার পরিষ্কার না করলে এসির কার্যক্ষমতা কমে যায়। ধুলা জমে ঠান্ডা কমে আসতে পারে, এমনকি যন্ত্রের ক্ষতিও হতে পারে। তিন মাস অন্তর ফিল্টার ও গ্যাসের অবস্থা পরীক্ষা করা জরুরি।

আরও পড়ুন

এছাড়া, স্ট্যাবিলাইজার ব্যবহার না করলে হঠাৎ ভোল্টেজ ওঠানামায় যন্ত্রাংশে ক্ষতি হতে পারে। ঘর ভালোভাবে সিল করা না থাকলে এসি আরও বেশি সময় ধরে চলতে বাধ্য হয়, ফলে অতিরিক্ত লোড পড়ে যন্ত্রে। যদি আধুনিক প্রযুক্তির ডিভাইস গুলোতে ভোল্টেজ নিয়ন্ত্রণের স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে।

এসি টানা চালানো সম্ভব হলেও তার যত্ন না নিলে বিদ্যুৎ বিল বাড়ার পাশাপাশি যন্ত্র বিকল হওয়ার ঝুঁকিও তৈরি হয়। তাই নিরবিচারে নয়, সচেতন ব্যবহারই হতে পারে নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা আমলের পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের 

বিএনপি কার্যালয়ে চীনা রাষ্ট্রদূত